রাজধানীর ধানমন্ডিতে গণপিটুনিতে ছিনতাইকারী মৃত্যু

রাজধানীর ধানমন্ডিতে গণপিটুনিতে এক ছিনতাইকারী মারা গেছে। তার পরিচয় এখনো জানা যায়নি। এর আগে ওই পল্টনে পুলিশের ধাওয়া খেয়ে ওই ছিনতাইকারী কেটে পড়ে। এসময় অপর দুই ছিনতাইকারীদের আটক করে পুলিশ।

মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ছিনতাইকারীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

আটক দুই ছিনতাইকারী হলো- কালাম হোসেন ও আবুল বাশার।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, ভোর সোয়া ছয়টার দিকে পল্টন মোড়ে তিন ছিনতাকারীকে পুলিশ ধাওয়া দেয়। এদের মধ্যে একজন ধানমন্ডি তিন নম্বর রোডে গেলে গণধোলাইয়ের শিকার হয়ে আহত হয়। পরে তাকে শাহবাগ থানার উপ-পরিদর্শক মোমিনুল হক আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল সোয়া সাতটার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহবাগ থানায় আবুল বাশার ও কালাম হোসেন নামে দুই ছিনতাইকারী আটক রয়েছে বলেও তিনি জানান।



মন্তব্য চালু নেই