রাজধানীতে ৭ বছরের শিশুকে পিটিয়ে হত্যা

রাজধানীর কদমতলীতে আবদুল্লাহ নামে ৭ বছরের এক শিশুকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে কদমতলীর উজালা ম্যাচ কারখানার সামনে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে মরদেহ ঢামেক মর্গে রয়েছে বলেও জানান তিনি।

কদমতলী থানা পুলিশ জানায়, নিহত আবদুল্লাহকে বেলা আড়াইটায় উজালা ম্যাচ কারখানার সামনে মুখমণ্ডল ও মাথার বাম পাশে থেঁতলানো অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাথর উদ্ধার করে এবং ছেলেটিকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

আবদুল্লাহর মা আয়েশা বেগম জানান, আমরা কদমতলী থানার শ্যামপুরের আলীবহরের আওয়ামী লীগ নেতা সাব্বিরের বাড়িতে ভাড়া থাকি। আমি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে থালা-বাসন ধোয়ার কাজ করি এবং আবদুল্লাহর বাবা স্থানীয় একটি বিদ্যুৎ অফিসে কাজ করে। আমাদের কোনো শত্রু নেই। কে এভাবে আমার শিশুসন্তানকে মারলো তা এখন বলতে পারব না।

নিহত আবদুল্লাহ বরিশাল জেলার সদর থানার আন্দারমানিক গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে।



মন্তব্য চালু নেই