রাজধানীতে ৭০ হাজার পিস ইয়াবাসহ আটক ৯

রাজধানী ভাটারায় পৃথক দুইটি অভিযানে ৭০ হাজার পিস ইয়াবাসহ নয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাতে ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকা ও হাজী সুপার মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম।

এদিকে, ডিবির উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ বলেন, ‘বৃহস্পতিবার রাত সোয়া ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার ও ৪০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজন মাদকব্যবসায়ীকে আটক করে গোয়েন্দা পুলিশ।’

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত মায়া আক্তার, তার চারসহযোগী মো. সুমন সিকদার ওরফে চুইং সালাউদ্দিন, মো. নাসিক আহম্মেদ ওরফে আনন্দ, মো. সামছুল হক ও মো. ফারুক হোসেন।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে গোয়েন্দা কর্মকর্তা খালেদ বলেন, ‘মায়া ও তার সহযোগীরা বোরকা পরে শরীরের বিভিন্নস্থানে ইয়াবার প্যাকেট বেঁধে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসে। এরপর রাজধানী ও এর আশপাশের এলাকায় বিক্রি করেন।’

মাশরুকুর খালেদ আরো জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে অপর একটি অভিযানে ভাটারার হাজী সুপার মার্কেটের সামনে থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রুবেল, মো. মাসুদ রানা, মো. মাকসুদুল আলম স্বপন ও হিরু হাওলাদার।

গ্রেপ্তারকৃত চার মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে গোয়েন্দা কর্মকর্তা মাশরুকুর রহমান খালেদ বলেন, ‘এ চক্রটি বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে শরীরের বিভিন্নস্থানে কৌশলে বহন করে ঢাকায় নিয়ে আসে। এরপর তা পাইকারী ও খুচরা বিক্রি করে।’



মন্তব্য চালু নেই