সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি নিহত হওয়ার প্রতিবাদে

রাজধানীতে শিবিরের ঝটিকা মিছিল, আটক ৪

সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি নিহত হওয়ার প্রতিবাদে সোমবার রাজধানীর কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির। সেখান থেকে পুলিশ ৪ জন শিবির কর্মীকে আটক করেছে বলে অভিযোগ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে রাজধানীর তিনটি স্থানে মিছিল করে সংগঠনটি। সকাল ৮টায় ঢাকা মহানগর উত্তর শিবির আরেকটি মিছিল বের করে বসুন্ধরা গেট এলাকায়। মিছিলটি কুড়িল বিশ্বরোড় এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে চলে যাওয়ার সময় পুলিশ ২ জনকে আটক করে নিয়ে যায় বলে দাবি করেছেন শাখার প্রচার সম্পাদক আসিফুর রহমান।

একই দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা পুরান নবারপুর রথখোলা এলাকায় একটি মিছিল বের করে। সেখান থেকে পুলিশ দুইজন শিবির কর্মীকে আটক করেছে বলে দাবি করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রকল্যাণ সম্পাদক আবু তাহের।

এছাড়া সকাল সাড়ে ৮টায় খিলগাঁও তালতলা এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে ঢাকা মহানগর পূর্ব।

উল্লেখ্য, রোববার বিকালে সাতক্ষীরা শহরের একটি মেসে অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে শহর সেক্রেটারি আমিনূর রহমান নিহত হন। এরই প্রতিবাদে সংগঠনটি সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।



মন্তব্য চালু নেই