রাজধানীতে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

রাজধানীর মতিঝিল ও শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডিবি ও ডাকাতসহ ৯ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুনতাসিরুল ইসলাম ৯জনকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।

শুক্রবার রাত ১১টার দিকে মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়দানকারী ৫জনকে গ্রেফতার করা হয়।

এরা হলেন- হুমায়ুন কবির, মো. রাসেল, সোহেল রানা, কামাল পারভেজ ও মো. মুন্না।এ সময় তাদের কাছ থেকে দুই সেট পুলিশের পোশাক, একটি ওয়াকিটকি, দুইটি রামদা, একটি ব্যাটারি চার্জার, একটি ক্রস বেল্ট, দুইটি বাঁশি, দুইটি পুলিশের বেল্ট, জুতা, একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এদিকে রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরা হলেন- মো. বাবু, জহিরুল ইসলাম, নান্নু মিয়া ও হাসান মোল্লা। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি চাঁপাতি, দুইটি ছুরি ও দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য চালু নেই