রাজধানীতে বিজিবি মোতায়েন

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নগরবাসীর নিরাপত্তার স্বার্থে রাজধানীতে ১০ প্লাটুন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির তথ্য কর্মকর্তা মহসিন রেজা।

তিনি জানান, হরতালে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে জন্যই আইনশৃঙ্খলাবাহিনীকে সহায়তা করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যরা টহল দিচ্ছে বলেও তিনি জানান।

এদিকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে  রোববার সম্মিলিত ইসলামি দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বিএনপির পর সমর্থন দিল জামায়াতে ইসলামীও। আর এতে রাজধানীতে আইনশৃঙ্খলার অবন্নতির আশঙ্কা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই