রাজধানীতে বাসচাপায় এএসআই নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচাপায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শফিকুল ইসলাম উত্তরখানের মুনডা এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। তার বাবার নাম মোজাম্মেল হক মুজিব। শফিকুলের চার মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।

নিহতের সহকর্মী মোহাম্মদ আলী জানান, পুলিশের বিশেষ শাখার (এসবি) বিমানবন্দর জোনে কর্মরত ছিলেন শফিকুল ইসলাম। রাতে ডিউটি করে বাড়ি ফেরার জন্য গোলচত্বরে বাসের জন্য অপেক্ষা করছিলেন। বলাকা পরিবহণের একটি বাসকে প্রভাতী পরিবহণের একটি বাসকে অতিক্রমের চেষ্টা করে। এ সময় একটি বাসের চাপায় আহত হন শফিকুল। তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০৫ সালে কনস্টেবল পদে যোগদান করেন শফিকুল ইসলাম। গত ২৬ অক্টোবর এএসআই পদে উন্নীত হয়।

তিনি আরো জানান, বাস দুটিকে জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।



মন্তব্য চালু নেই