রাউজানে সাকা চৌধুরীর দাফন সম্পন্ন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকরের পর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।

রোববার সকাল ৯টা ৪০ মিনিটে রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, সাকা চৌধুরীর ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের পাশে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে গহিরার নিজ বাড়ি বাইতুল বিলালের উঠানে সাকা চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়। সালাউদ্দিন কাদের চৌধুরীর জানাজা পড়ান হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মুহিবুল্লাহ বাবু নগরী। জানাজার নামাজে সাকা চৌধুরীর পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশ নেন।

সকাল ৯টায় সাকার মরদেহবাহী অ্যাম্বুলেন্স রাউজানের গহিরায় পৌঁছায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গহিরায় পারিবারিক কবরস্থানে ছোট ভাইয়ের কবরের পাশে সালাউদ্দিন কাদেরের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর করা হয়। এর দুই ঘণ্টা পর তার মৃতদেহ নিয়ে চট্টগ্রামের পথে রওনা হয় অ্যাম্বুলেন্স।



মন্তব্য চালু নেই