রাউজানে মৎস্যজীবিদের নিবন্ধন ও আইডি কার্ড প্রদানের কাজ শুরু

চট্টগ্রামের রাউজানে শুরু হয়েছে মৎসজীবি জেলেদের সরকারীভাবে নিবন্ধন ও পরিচয় পত্র প্রদানের জন্য ছবি তোলার কাজ। গতকাল সকালে উপজেলা পর্যায়ে প্রথম পরিচয় পত্রের ছবিতোলার কাজ শুরু করা হয় উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা র্পযন্ত চলবে ছবি তোলার এ কাজ।

উৎসবমুখর পরিবেশে র্দীর্ঘ লাইনে দাড়িয়ে ছবিতোলার কাজে স্থানীয় জেলেদের অংশ নিতে দেখা গেছে। নোয়াপাড়া ইউনিয়নে তালিকাভুক্ত জেলে সংখ্যা ৩২৫ বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের জেলেদের নিবন্ধনের ছবিতোলার কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা।

এদিন নোয়াপাড়া ইউপি কার্যালয়ে ছবিতোলা কর্মসূচির শুভ উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দিদারুল আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস ফিল্ড অফিসার বোরহানুল হক চৌধুরী, নোয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান সুশিল দাশ মেম্বার, উপজেলা আ.লীগ নেতা জাহাঙ্গীর সিকদার, নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল ইসলাম মুরাদ, সচিব শহীদুল ইসলাম, করিম বক্স মেম্বার, আবুল কালাম মেম্বার, এস.এম. নাজিম উদ্দিন প্রমূখ।

উপজেলা মৎস ফিল্ড অফিসার বোরহানুল হক চৌধুরী জানান, ২০ এপ্রিল পশ্চিম গুজরা ও উরকিরচরের জেলেদের ছবি তোলার কাজ চলবে উরকিরচর ইউনিয়নের আবুরখিল উচ্চ বিদ্যালয়ে।

২১ এপ্রিল পূর্ব গুজরা, বাগোয়ান, কদলপুর, পাহাড়তলী, রাউজান ইউনিয়নের জেলেদের ছবিতোলার কাজ চলবে কদলপুর ইউপি কার্যালয়ে। এছাড়াও উপজেলা পরিষদ হলরুমে ২২এপ্রিল চলবে বিনাজুরী, চিকদাইর, ডাবুয়া, গহিরা, হলদিয়া, নোয়াজিশপুর ও পৌর এলাকার জেলেদের ছবি তোলার কাজ চলবে ।



মন্তব্য চালু নেই