রমনায় হবে বাংলাদেশ উৎসব

আসছে ২৬ ডিসেম্বর রাজধানীর রমনা পার্কে দিনব্যাপী বাংলাদেশ উৎসবের আয়োজন করতে যাচ্ছে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংক। ওইদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে উৎসব।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলন এ উৎসবের ঘোষণা দেন বাংলালিংকের হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশন শারফুদ্দিন আহমেদ চৌধুরী।

শারফুদ্দিন বলেন, ‘এ দেশের সংস্কৃতিকে সমুন্নত রাখার লক্ষ্য নিয়ে বাংলালিংক বাংলাদেশ উৎসব আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। এ উৎসবের প্রধান উদ্দেশ্য হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা ও নাটক থেকে শুরু করে, নজরুলের গান ও কবিতা, লালনের গান, গম্ভীরা ও ভাওয়াইয়া গান, শাহ্ আবদুল করিম ও হাসন রাজার গানের জয়ধ্বনিতে সবাইকে উজ্জীবীত করা।’

উৎসবে ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা, বই মেলা, পুতুল নাচ ও নাদরদোলার আয়োজন থাকবে বলেও জানান শারফুদ্দিন।

তিনি আরো বলেন, ‘উৎসবের মেগা কনসার্টে অংশগ্রহণ করবেন শিল্পী এসআই টুটুল, বারী সিদ্দিকী, পারভেজ, কনক চাপা, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, এলিটা, চিরকুট এবং জেমস।’

‘প্রথমবারের মতো হুয়াওয়ে টেকনোলজিস বাংলালিংকের পার্টনার হিসেবে এই আয়োজনে অংশ নিচ্ছে। বাংলাদেশ ও সারা বিশ্বের মোবাইল টেকনোলজি উন্নয়নে নিজেদের অবদান তুলে ধরবে তারা।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের মার্কেটিং অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর শাফায়েত আলম।



মন্তব্য চালু নেই