রমজানে পণ্যের দাম বাড়ালেই ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

আসছে রমজানে যদি কোনো অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার দুপরে জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক শেষে মিডিয়া সেন্টারে ব্রিফিং-এ বাণিজ্যমন্ত্রী এ কথা জানান। এ সময় কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, এবার বাজার স্বাভাবিক থাকবে। দাম বাড়ার কোনো সুযোগ নেই। যদি কোনো অসাধু ব্যবসায়ী অহেতুক দাম বাড়ানোর চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তাজুল ইসলাম চৌধুরী জানান, এবার রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না।

তিনি আরো জানান, এবার যথেষ্ট পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ রয়েছে। তাই দাম বাড়ার কোনো সুযোগ নেই। তাছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের একটি টিম প্রতিদিন বাজার মনিটরিং করবে।

এর আগে সংসদ ভবনে তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটি সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মো. মোতাহার হোসেন, ওয়ারেসাত হোসেন বেলাল, মো. ছানোয়ার হোসেন, মো. মঞ্জুরুল ইসলাম লিটন এবং লায়লা আরজুমান বানু। এ ছাড়াও বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এনডিসি, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই