রবীন্দ্রনাথের চুরি যাওয়া নোবেল নিজেই খুঁজে দেবেন মমতা

গোয়েন্দা সংস্থা ব্যর্থ হলে নিজেই রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেল পদক খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সিবিআই না পারলে, আর সিবিআইয়ের পরিবর্তে তাকে দায়িত্ব দেয়া হলে নোবেল পদক খুঁজে বের করবেনই।

বৃহস্পতিবার শান্তিনিকেতনে এ কথা বলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, সিবিআই তদন্ত করছে, জানি। কিন্তু সিবিআই যদি না পারে, যদি ওদের পরিবর্তে আমাকে দায়িত্ব দেয়া হয়, তা হলে রবীন্দ্রনাথের চুরি যাওয়া নোবেল পদক আমি খুঁজে বের করবই। তার নোবেল পদক চুরির ঘটনাটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। কারণ, রবীন্দ্রনাথ মানেই একটা সেন্টিমেন্ট। উনি রাজ্যের, দেশের, বিশ্বের। তাই আমারও দায়িত্ব থেকে যায়।

১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর। ২০০৪ সালে এক রাতে শান্তিনিকেতনের ‘রবীন্দ্রভবন’ থেকে কাচের শোকেস ভেঙে নোবেল প্রাইজের সঙ্গে বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে চোর গা-ঢাকা দেয়। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) তদন্তের ভার নিলেও আজও তার কিছুই উদ্ধার করা যায়নি।



মন্তব্য চালু নেই