রবিবার রাঙামাটিতে ৫ বাঙালী সংগঠনের সড়ক অবরোধ

প্রান্ত রনি, রাঙামাটি: আগামী ৩০ অক্টোবর রবিবার রাঙামাটিতে অনুষ্ঠিতব্য পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা বাতিলের দাবিতে এবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়কপথ অবরোধ কর্মসূচী ঘোষণা করেছে বাঙালীভিত্তিক পাঁচটি পার্বত্য সংগঠন।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচীর কথা জানানো হয়েছে। এর আগে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে এই মাসেই দুই দফায় ৪৮ ঘন্টা হরতাল পালন করেছিলো সংগঠন পাঁচটি।

নানা নাটকীয়তার পর সেই হরতালের প্রথম দফা রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে পালিত হলেও দ্বিতীয় দফায় পালিত হয়নি।

রাতে দেয়া বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, রাজধানীতে পাঁচ বাঙালী সংগঠনের এক যৌথ সভা শেষে এই কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেয়া হয়। পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় অ্যাডভোকেট পারভেজ তালুকদার, অ্যাডভোকেট আলম খান, মনিরউজ্জামান মনির, শেখ আহম্মেদ রাজু, সাইফুল ইসলাম খান, মোঃ নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুসারে এই তিন পার্বত্য জেলার মধ্যে, দুই পার্বত্য জেলায় ৩০ অক্টোবর শুধু সড়কপথেই অবরোধ পালিত হবে,নৌপথ সম্পূর্ন অবরোধমুক্ত থাকবে।



মন্তব্য চালু নেই