রক্তাক্ত মিসরে জরুরি অবস্থা জারির ঘোষণা

কপটিক খ্রিস্টানদের দুটি গির্জায় বোমা বিস্ফোরণে ৪৪ জন নিহত হওয়ার পর তিন মাসের জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

জরুরি অবস্থা জারির এ ঘোষণা কার্যকর হওযার আগে তা সংসদের সমর্থন পেতে হবে। এরপর জরুরি অবস্থা কার্যকর হয়ে গেলে, হামলায় জড়িত থাকার সন্দেহে কোনো পরোয়ানা ছাড়াই যে কাউকে আটক ও বাড়িঘর তল্লাশি করতে পারবে। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

মিসরের কপটিকরা সাম্প্রতিক সময়ে এই জঙ্গিগোষ্ঠীর হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তাদের ওপর আরো হামলার হুমকি দিয়েছে আইএস।

বিস্ফোরণের পর মিশরের জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট সিসি বলেন, জিহাদিদের বিরুদ্ধে লড়াইটা দীর্ঘ সময়ের ও কষ্টকর হবে। আইন ও সংবিধান মেনেই জরুরি পরিস্থিতি জারি হবে। পার্লামেন্টর বেশিরভাগ সদস্য প্রেসিডেন্টকে সমর্থন করেন।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাম সানডে উৎসবের মধ্যেই রোববার ভয়াবহ ওই হামলা চালায় আইএস।

আইএসের দাবি, দুটিই হামলাই আত্মঘাতী ছিল।



মন্তব্য চালু নেই