রওশনের সভায় উপস্থিত মাত্র ১৩

সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের ডাকা সংসদীয় কমিটির সভায় ৪০ জন্য সদস্যের মধ্যে মাত্র ১৩ জন সাড়া দিয়েছেন।

আসন্ন বাজেট অধিবেশন নিয়ে সভাটি বিরোধীদলীয় নেতার কক্ষে আহ্বান করা হয়েছিল। শনিবার বিকেলে রওশন এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১৩ জন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপার সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, ফখরুল ইসলাম, শওকত চৌধুরী, নুরুল ইসলাম ওমর, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, এম এ হান্নান, সেলিম উদ্দিন, মোহাম্মদ নোমান, সংরক্ষিত সংসদ সদস্য মেরিনা রহমান, শাহানারা বেগম ও খোরশেদ আরা।

এদের মধ্যে রুহুল আমিন হাওলাদার সভা শুরুর কিছুক্ষণ পরেই ব্যক্তিগত কারণ দেখিয়ে বেরিয়ে যান।

সভায় উপস্থিত ছিলেন না জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ জাপার জ্যেষ্ঠ নেতা পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও ঢাকা মহানগর দক্ষিণ জাপার আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা।

সভার বিষয়ে জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, ‘আমি একটু দেরিতে গিয়েছি। তবে যতটুকু সময় ছিলাম ততক্ষণ ১৩ জন সদস্য উপস্থিত ছিলেন।’

সভার আলোচনার বিষয়ে কাজী ফিরোজ রশিদ বলেন, ‘বাজেট অধিবেশনে আমরা কত সময় পাব ও কী কী বিষয় নিয়ে আলোচনা করব এ সব নিয়ে কথা হয়েছে।’

বৈঠকে উপস্থিত না থাকার কারণ সম্পর্কে ঢাকা মহানগর দক্ষিণ জাপার আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘অসুস্থতার কারণে আমি দুই দিন ধরে শয্যাশায়ী। এ কারণে বৈঠকে যেতে পারিনি।’



মন্তব্য চালু নেই