পেট্রোল বোমায় ৬ যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলার চার্জসীট গ্রহণ

রংপুরে ৮৬ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রংপুরের মিঠাপুকুরে চলন্ত যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে ৬ যাত্রীকে পুড়িয়ে মারার মামলায় পুলিশের দাখিল করা চার্জসীট আমলে নিয়ে পলাতক ৮৬ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিত শুনানি শেষে অভিযোগ গ্রহণ করে এ আদেশ দেন।

আগামী ১২ আগস্ট মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়। একই সঙ্গে আগামী দেড় মাসের মধ্যে মামলার বিচার শেষ করার ঘোষণা দিয়েছেন বিচারক মঞ্জুরুল বাছিত।

মামলার পিপি অ্যাড. আব্দুল মালেক জানান, এ মামলায় জামায়াত-শিবিরের ১৩২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। এরমধ্যে ৪৬ আসামিকে আগেই গ্রেফতার করা হয়েছে। বাকি ৮৬ আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

উল্লেখ্য, চলতি বছরের ১৩ জানুয়ারি ২০ দলের অবরোধ কর্মসূচি চলাকালে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার জায়গীর বাতাসনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় বোমার আগুনে ঘটনাস্থলেই শিশুসহ ৪ বাস যাত্রী দগ্ধ হয়ে মারা যান। আহত হন কমপক্ষে ২৫ যাত্রী। পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আরও ২ যাত্রীর মৃত্যু হয়।

এ ঘটনায় মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।



মন্তব্য চালু নেই