রংপুরে ১ ঘণ্টায় আড়াই লাখ বৃক্ষরোপণের নতুন রেকর্ড

রংপুরের তারাগঞ্জ উপজেলাকে সবুজ করতে আড়াই লাখ ফুল, ফল ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃক্ষরোপণের এ নতুন রেকর্ড গড়ে উপজেলার সড়ক-মহাসড়কে এক ঘণ্টার ওই কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সকালে সূর্য ওঠার সাথে সাথে কোদাল-কাস্তে, বাঁশের খুঁটিসহ বিভিন্ন সরঞ্জাম হাতে তারাগঞ্জের সড়ক-মহাসড়কে নেমে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। প্রাকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা অনুধাবন করেই স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছেন সবাই।

উপজেলা প্রশাসনের ‘সবুজ তারাগঞ্জ গড়ি’ কর্মপরিকল্পনার আওতায় সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এ বৃক্ষরোপণ উৎসবে প্রায় ৩০ হাজার মানুষ একশ’ ৫৩টি রাস্তার পাশে ১৪ প্রজাতির ফুল, ১৪ প্রজাতির ফল ও ৬ প্রজাতির ভেষজ গাছের চারা রোপণ করেন।

এলজিএসপি’র আর্থিক সহায়তায় স্থানীয় প্রশাসন, বন বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, নার্সারিসহ সাধারণ মানুষের দেয়া এসব গাছ লাগানোর মাধ্যমে ইতিহাস গড়েছে তারাগঞ্জবাসী।

৫টি ইউনিয়ন নিয়ে রংপুরের সবচেয়ে ছোট উপজেলা তারাগঞ্জ। বিশ্বব্যাপী যখন গাছ কাটার মহা উৎসব চলছে সেই সময়ে গাছ লাগানোর ব্যতিক্রমী উদ্যোগ মুগ্ধ করেছে সবাইকে।



মন্তব্য চালু নেই