রংপুরের মিঠাপুকুরে জ্বর কাশি সর্দির প্রকোপ

রংপুরের মিঠাপুকুরে বায়ুবাহিত রোগ জ্বর, কাশি, সর্দিতে আক্রান্ত হচ্ছে মানুষ। আক্রান্তদের মাঝে শিশুর সংখ্যাই বেশি। আবহাওয়ার পরিবর্তনের এই সময় বায়ুতে ভাইরাস বেশি থাকায় এসব রোগে প্রদুর্ভাব দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কুয়াশার চাদরগায়ে দিয়ে শীতের আগমন ঘটলেও দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে। সাবেক উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মতিয়ার রহমান বলেন, এই সময়ে বায়ুতে ভাইরাসের পরিমান বেশি থাকায় শিশুসহ সব বয়সের মানুষই কম বেশি জ্বর কাশি সর্দিতে আক্রান্ত হয়। বায়ু বাহিত রোগ হওয়ায় তিনি এই সময় সব বয়সি মানুষকে সচেতন থাকার আহ্বান জানান। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষকে গরম পানি পান এবং ঠান্ডা লাগানো থেকে বিরত থাকার পরামর্শ দেন। অপর একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, শীতের পোষাক পরিধানের আগে রোদে ভাল করে শুকিয়ে নিতে বলেন। কারণ, দীর্ঘদিন শীতবস্ত্র ওয়্যারড্রাব বা আলমিরায় রাখায় ভাইরাস বাসা বাধে। সচেতন হলে বায়ু বাহিত এসব রোগ থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভব বলে তিনি বলেন।



মন্তব্য চালু নেই