বিশ্বকাপ ফুটবল ২০১৪

যৌনতায় ছাড় ব্রাজিলের

বিশ্বকাপ এলেই যেন জর্জ বেস্টের সেই অমর বাণীটা নতুন করে জীবন্ত হয়ে ওঠে।

একদা ম্যানইউ কিংবদন্তি বলেছিলেন, ‘খেলার আগে অনেককেই মিস করি আমি। মিস কানাডা, মিস যুক্তরাজ্য, মিস জার্মানি।’ নতুন করে পুরনো এই কাসুন্দি ঘাটার অর্থ হলো- বিশ্বকাপ চলাকালীন সময়ে ফুটবলারদের সেক্স করা উচিত কিনা চিরন্তন বিতর্কটার অর্থ নতুন করে খুঁজে বের করা। যদিও এরপর বেস্ট আরেক সাক্ষাৎকারে এও আশ্বস্ত করেছিলেন যে, খেলার আগে সেক্স করা ফুটবলারদের দৈনন্দিন পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলে না। ফোকাসও নড়িয়ে দেয় না।’

তবে যৌনতা নিয়ে বেস্টের অমর ওই উক্তির পরেও সেটি নিয়ে বিতর্ক ছিল, এখনো আছে। সেকারণেই হয়তোবা মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরা তার ছাত্রদের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছেন। সাফসাফ জানিয়ে দিয়েছেন, ‘এখানে (বিশ্বকাপে) প্রমোদ চলবে না। এই এক মাস যৌনতা থেকে দুরে থাকতে হবে।’ তবে ব্রাজিল কিংবা আমেরিকান কোচ ওমন ঠাটঝুলো মিলিটারি আইনে চলছেন না। তাই লুইস ফিলিপ স্কলারির বক্তব্য, ‘ফুটবলাররা আগে যেমন স্বাভাবিক জীবনযাপন করেছে বিশ্বকাপের সময়ও তাই করবে। এর মাঝে সেক্সও থাকতে পারে।’



মন্তব্য চালু নেই