যে ৯টি কারণে মানুষ বিয়ে করে

বিয়ে আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যার প্রভাব আমাদের জীবনকে আগাগোড়া পাল্টে দেয়। তবে এই পাল্টে দেয়ার মাঝেও আছে অনেক ব্যবধান। কেননা কেউ কেউ বিবাহিত জীবনে হয় অনেক সুখী, কেউ আবার এই জীবনকে নিয়ে অনেক কষ্টে থাকে, আবার কেউ কেউ সুখ ও দুঃখ দুটি মিলিয়েই জীবন পার করে দেন।

বিয়ে নারী ও পুরুষ উভয়ের জন্যই অনেক বড় সিদ্ধান্ত কারণ এটা কোন তুচ্ছ কিংবা সাময়িক সম্পর্ক না যে চাইলেই বিয়ের সম্পর্ক ভেঙে দিবেন বা চাইলে এই বিবাহিত জীবনকে তুচ্ছ মনে করবেন। তবে যুগ যুগ ধরেই এই বিয়ে করা ব্যাপারটি নিয়ে একটা অমীমাংসিত প্রশ্ন রয়েই গেছে আর সেটা হলো, কেন মানুষ বিয়ে করে? কিংবা বিয়ের উপকারিতা কী? এই ব্যাপার নিয়ে অনেক গবেষণা হয়েছে নানান সময়ে ও বিশেষজ্ঞদের আছে ভিন্ন ভিন্ন মতামত।

আজকালকার আধুনিক মানুষ যেসব কারণে বিয়ে করে, সেগুলো হলো-

১। দীর্ঘ আয়ু লাভ করার জন্য মানুষ বিয়ে করে।

২। বিয়ের কারণে আর্থিকভাবে লাভবান হওয়া যায়।

৩। মানুষ বিয়ে করেন বংশ বৃদ্ধির জন্য।

৪। বিয়ে আপনার জীবনের একাকীত্ব দূর করে।

৫। বিয়ে আপনাকে আরও বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তোলে সমাজের চোখে।

৬। বিয়ে মানুষের জীবনে সন্তান ও পরিবারের সুখ বয়ে আনে।

৭। বিয়ে মানেই সুস্থ যৌন সম্পর্ক।

৮। বিবাহিত নারী-পুরুষ অন্যান্য মানুষের তুলনায় সুখী হয়।

৯। বিয়ের মাধ্যমে একজন নারী ও পুরুষ ভালো মানুষ হিসেবে গড়ে উঠে।

তথ্য সূত্রঃ askmen.com



মন্তব্য চালু নেই