যে ৭ কারণে নির্দিষ্ট মাপের পর আর চুল বাড়ে না!

ছোট থেকেই ভাবতেন লম্বা চুল রাখবেন? কিন্তু একটা পর্যায়ের পর কিছুতেই যেন আর চুল বাড়তেই চায় না? এই সমস্যা শুধু আপনার নয়, অনেকেরই। কেন বলুন তো এমনটা হয়? জেনে নিন কী কী কারণের জন্য এমনটা হতে পারে।

হেয়ার কাট : অনেকেই চুল লম্বা করার জন্য চুল কাটেন না দিনের পর দিন। এতে চুল বাড়ার হার কমে যায়। নিয়মিত চুল ট্রিম করলে চুল বাড়বে বেশি।

ফেজ : প্রত্যেকেরই চুল বাড়ার একটা নির্দিষ্ট ফেজ থাকে। ১ থেকে ৭ বছর। তারপর চুল বাড়ার হার কমে যায়।

স্ট্রেস : চাপ, চিন্তা, স্ট্রেসের কারণেও চুল না বাড়তে পারে।

ব্রেকেজ : অনেক সময় কিছুটা বড় হওয়ার পর চুল ভেঙে যায়। অতিরিক্ত আঁচড়ানো, ইলাসটিক রাবার ব্যান্ড লাগানোর কারণে এমনটা হতে পারে।

ডায়েট : চুলের স্বাস্থ্য ভাল রাখার জন্য ডায়েটে জিঙ্ক, ভিটামিন বি১২, আয়রন ও প্রোটিনের প্রয়োজন।

মাথার তালু : অনেক সময় মাথার তালুর স্বাস্থ্য ভাল না থাকলেও চুল না বাড়ার সমস্যা হতে পারে। খুস্কি বা অন্যান্য ফাংগাল ইনফেকশন এর অন্যতম কারণ।

অযত্ন : কালার, হিট, স্ট্রেটনার অতিরিক্ত অযত্নের কারণে চুলের বৃদ্ধি নষ্ট হতে পারে।

যত্ন : নিয়মিত যত্ন না নেয়া চুল না বাড়ার অন্যতম কারণ। সপ্তাহে এক দিন চুলে তেল মাসাজ করুন অবশ্যই। সপ্তাহে দু’দিন হেয়ার মাস্ক লাগান।-আনন্দবাজার



মন্তব্য চালু নেই