যে ১০টি ভুলে সকলের কাছে আপনি বিরক্তিকর, অপ্রিয় এবং “ফালতু”

আমরা সকলেই চাই আশেপাশের মানুষদের চোখে আকর্ষণীয় হয়ে উঠতে। সকলে আমাকে স্মার্ট ভাবুক, সকলে আমাকে পছন্দ ও প্রশংসা করুক ইত্যাদি আমরা সবাই চাই। বিশেষ করে এই ফেসবুকের যুগে তো চাওয়াটা আরও প্রবল। কিন্তু এসব করতে গিয়ে উল্টো আপনি সবার চোখে আরও বিরক্তিকর হয়ে উঠছেন না তো? নিজের অজান্তেই হয়তো সকলের হাসির পাত্র হচ্ছেন আপনি, এমন একজন হয়ে উঠছেন যাকে কেউ পছন্দ করে না।

সব মিলিয়ে আশেপাশের সকলের চোখে আপনি “ফালতু” একজন ব্যক্তিত্ব। যদি পরিস্থিতি এমন হয়ে থাকে, তাহলে জেনে নিন ভুলগুলো কিন্তু আপনারই। নিজের অজান্তেই আমরা অনেকেই এমন কিছু যা করে ফেলি যা সমাজে আমাদের গুরুত্ব কমিয়ে দেয় ও সকলের কাছে অপ্রিয় করে তোলে। চলুন, জেনে নিই বিস্তারিত।

১) আপনি প্রচণ্ড আত্মকেন্দ্রিক। নিজেকে নিয়ে ভাবেন, নিজেকে জাহির করতে ভালোবাসেন, অধিকাংশ সময় কেবল নিজেকে নিয়েই কথা বলেন।

২) আপনি বাইরের সৌন্দর্যকেই অধিক গুরুত্ব দেন, মনের সৌন্দর্য আপনার কাছে মূল্যহীন।

৩) আপনি জীবনের সব ক্ষেত্রেই একটা সুক্ষ্ম প্রতিযোগিতায় লিপ্ত। নিতান্ত সাধারণ সব ব্যাপারেও সকলের সেরা হতে চান।

৪) আপনি কাউকে খুব ভালো বন্ধু মনে করেন না কিংবা কেউ আপনার ভালো বন্ধু নয়। আপনি মনে করেন স্বার্থ ছাড়া কেউ কারো সাথে মেশে না।

৫) আপনি চান সকলে সবসময়েই আপনাকে সবচাইতে বেশী গুরুত্ব দিক। এটা পাবার জন্য আপনি যে কোন কিছু করতে পারেন।

৬) নিজের কথার অন্যথা হওয়া আপনি পছন্দ করেন না, সবার ওপরে বসিং কতেই ভালোবাসেন।

৭) আপনি অসৎ।

৮) আপনার ব্যবহার রুঢ়, আপনার কথাবার্তায় মিষ্টতা নেই। আপনি নিজেকে সকলের সেরা মনে করেন।

৯) আপনাকে কারো বিপদে পাওয়া যায় না, যদিও আপনি নিজের বিপদে অন্যদের চান।

১০) আপনি নেগেটিভ কথাবার্তা বলতেই বেশী ভালোবাসেন।

সূত্র-
This Is How You Become Unattractive And You’re Not Aware of It
lifehack.org



মন্তব্য চালু নেই