যে ১০টি ছোট কারণে স্বামী-স্ত্রীর ঠোকাঠুকি

স্বামী-স্ত্রীর ঠোকাঠুকি কমবেশি প্রতিটি পরিবারেই। ছোট কারণে অনেক সময় বিশাল আকার ধারণ করে। স্বামী-স্ত্রী একসঙ্গে থাকবেন আর ঠোকাঠুকি হবে না- এটা হলফ করে কেউ বলতে পারবে না। চিরদ্বন্দ্বের নিটফল অবশ্য দু’জনের প্রেম বেড়ে যাওয়ায়। শেষমেশ দু’জনেই দু’জনকে বলে ফেলা— ‘ছোট বিষয়টাকে কীভাবে বড় করলাম দেখ! তবে কে ঠিক আর কে বেঠিক? দেখে নিন, মিলছে কি না।

১. টিভির রিমোট কার? আমার…না! আমার…ক্রিকেট। সিরিয়াল!

২. হোয়াট্সঅ্যাপে দুটো নীল টিক-মার্ক দেখলাম। তার মানে মেসেজ দেখেছো, কিন্তু উত্তর দাওনি! অসভ্য!

৩. গাড়িতে রবীন্দ্রসঙ্গীতই ভালো…স্যরি!রিহানা! বিছানার ওই ধারটা কোনোদিনই পেলাম না। বাঁ-কাত হয়ে ঘুমাতে পারি না জানে…তবু…।

৪. বাথরুমে সকাল থেকে বসে কী মহাভারত লেখা চলছে। বাকিদেরও ইয়ে পায়…।

৫. মশারি কাল আমি টাঙিয়েছিলাম। আজ তুমি। ও হ্যাঁ, আলোটাও নিভিয়ে দিও। তিনতলার ছাদের ছিটকিনি দেখে নিও।

৬. আমার ফ্যামিলির কথা উঠলেই মুখটা অমন করো কেন? ওরা কি তোমার শত্রু ।

৭. আয়নায় কি নাম লেখা আছে? মামার বাড়ির আবদার।

৮. বাচ্চাকে গোল্লায় পাঠাচ্ছ তুমি!

৯. এসিটা কমিয়ে দাও। সম্ভব হলে তিব্বত গিয়ে থাকো।

১০. আজ রাতে ভাত। রুটি খেতে হলে অন্য কাউকে দেখো।



মন্তব্য চালু নেই