যে মাকড়শার বিষের ওষুধ আজও আবিষ্কৃত হয়নি

এতদিন ধারণা ছিল মাকড়শা শুধু দৌড়-ঝাঁপ করতেই পারে। সম্প্রতি বিজ্ঞানীরা এমন এক প্রজাতির মাকড়শার সন্ধান পেয়েছে যারা উড়তে পারে আকাশে এবং এদের শরীরে আছে মারাত্বক বিষ। যেই বিষের ঔষধ আজও আবিষ্কৃত হয়নি। বিজ্ঞানীদের নতুন আবিষ্কৃত মাকড়শা প্রজাতির নাম দেওয়া হয়েছে ‘অ‍ানগোলিয়ানটিটিস’।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন আবিষ্কৃত এই মাকড়শার ঘণ্টায় ১৫ মাইল বেগে ওড়ার সক্ষমতা রয়েছে। আর এদের দেহের বিষে প্রচন্ড যন্ত্রণা হওয়ার পাশাপাশি শরীরের পেশীও ‍অকার্যকর হতে পারে। এখনও পর্যন্ত এদের বিষক্রিয়া থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় পাওয়া যায়নি।
তবে বিজ্ঞানীরা মাকড়শা কামড়ানোর পর বিষ থেকে রক্ষা পাওয়ার জন্য ওষুধ তৈরির গবেষণা চালাচ্ছেন।

মূলত দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টে এদের উৎপত্তি। তবে বন উজাড় হয়ে যাওয়ার কারণে এরা উত্তরাঞ্চলের দিকে সরে এসে বংশ বিস্তার করা শুরু করেছে।



মন্তব্য চালু নেই