যে ভিডিও দেখে কাঁদলেন জাতিসংঘের কর্মকর্তারা

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গত মাসে ক্লোরিন গ্যাস হামলার ভিডিও দেখে রীতিমতো চোখের পানি ফেললেন জাতিসংঘের কর্মকর্তারা।

ভিডিওতে দেখা যায় ক্লোরিন হামলায় আহত তিনটি শিশুকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করছেন চিকিৎসকরা। তিনজনেরই বয়স চারের নিচে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত সামান্থা পাওয়ার ভিডিওটিকে খুবই মর্মান্তিক আখ্যা দিয়ে বলেন, এ জন্য দায়ীদের শাস্তির আওতায় আনা হবে।

তবে ইদলিবে ওই হামলার জন্য দায় অস্বীকার করেছে সিরিয়া সরকার।

১৬ মার্চের ওই হামলার পর বিভিন্ন প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছিল, সেই তথ্যের সত্যতা নিশ্চিত করলেন চিকিৎসকরা। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানান, হামলার সময় সারমিন গ্রামের ওপরে হেলিকপ্টার টহল দেয়ার শব্দ শুনেছেন তারা।

15953_1

এ সময় তারা বোমা ফাটার ভোতা ধরণের আওয়াজ পান এবং এর পরপরই তীব্র ঝাঁঝাঁলো গন্ধ ছড়িয়ে পড়ে। পরে বহু মানুষ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভিড় করতে শুরু করে।

ভিডিওতে দেখা যাচ্ছে, চিকিৎসকরা এক বছর, দুই বছর ও তিন বছর বয়সী তিনটি শিশু ও তাদের দাদি ও বাবা-মাকে বাঁচানোর প্রাণান্তকর চেষ্টা করছে।

সিরিয়ান অ্যামেরিকান মেডিকেল সোসাইটির প্রেসিডেন্ট জাহের সাহলুল বিবিসিকে জানান, ওই ভিডিও জাতিসংঘ কর্মকর্তাদের খুবই নাড়া দিয়েছে। জাহের নিজে জাতিসংঘের ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

সূত্র : বিবিসি।



মন্তব্য চালু নেই