যে বাড়িতে সবকিছুই উল্টা, চাইলে আপনিও দেখে আসতে পারেন!

তিন তলা ওয়েল ফার্নিশড কি সুন্দর চকচকে বাড়ি| আধুনিক জীবনের সমস্ত কমফর্টযুক্ত সরঞ্জামই মজুত সে বাড়িতে| রয়েছে ডবল বেডরুম, আধুনিক সুবিধাযুক্ত শৌচাগার, রান্নাঘর থেকে খেলারঘরও| বাড়িটিতে প্যাস্টেল শেডের রং করা হয়েছে| কিন্তু এত সুবিধাযুক্ত বাড়িতে কেউ থাকে না| বাড়িটিতে এখন শুধুই পর্যটকদের আনাগোনা| ভাবছেন হয়ত বাড়িটিতে নিশ্চয় অশরীরীর আনাগোনা তাই হয়ত পর্যটকমহলে এত জনপ্রিয় হয়েছে| না মশাই কোন অশরীরীর উপদ্রব নেই| আসলে বাড়িটিতে সবই রযেছে তবে তা রয়েছে উল্টোভাবে|

বাড়িটি রয়েছে তাইওয়ানের তাইপেইতে| তাইওয়ানের একদল প্রযুক্তিবিদ এই অভিনব বাড়িটি তৈরি করেছেন| বাড়িটি তৈরি করতে খরচ হয়েছে ৪ লক্ষ ২৫ হাজার পাউন্ডের বিনিময়| তিন হাজার ২৩০ স্ক্যোয়ার ফুট আয়তনের বাড়িটি নির্মিত হয়েছে তাইপেইয়ের হুয়াশান ক্রিয়েটিভ পার্কে|

একটি প্রদর্শনীর জন্য বাড়িটি তৈরি করা হয়েছে| বাড়িটিতে ঢুকে একঝলকে দেখলে মনে হবে সবই যেন ঝুলছে এখনই যেন মাথার উপর পড়ে যাবে| কিং সাইজ বেড থেকে সোফাসেট, ডাইনিং টেবিল থেকে শৌচাগারের কমোড ঝুলছে সবই|

অভিনব বাড়িটি এরমধ্যেই দারুণ জনপ্রিয় হয়েছে| পর্যটকদের বাড়িটির বিভিন্ন ঘরের মধ্যে ছবি তুলতে দেখা গিয়েছে| প্রদর্শনী চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত| তাই যাবেন নাকি একবার তাইওয়ান বেড়াতে?-সংবাদ প্রতিদিন



মন্তব্য চালু নেই