যে পুরুষ যত বেশি ঘরের কাজ করেন, তাঁর যৌন চাহিদা তত কম !

প্রচলিত ধারণা সাধারণত এই যে, যে পুরুষ ‘গৃহকর্মে’ যত নিপুণ সংসারে তাঁর কদর তত বেশি। হতে পারে, তবে তাঁর যৌন জীবনে যে এর উল্টো প্রভাব পড়তে পারে তা জানেন কি! আজ্ঞে হ্যাঁ, সাম্প্রতিক সমীক্ষা অন্তত তাই বলছে। মাদ্রিদের খুয়ান মার্চ ইনস্টিটিউট এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের যৌথ সমীক্ষায় দেখা গেছে, যে সমস্ত বিবাহিত পুরুষরা রান্না, বাসন মাজা বা ঘর মোছার মতো তথাকথিত মহিলাদের কাজ করেন, তা সে যে কোনও কারণেই হোক, তাঁদের যৌন জীবন খুবই খারাপ হয়। এই স মীক্ষার রিপোর্ট ন্যাশনাল সার্ভে অফ ফ্যামিলিস অ্যান্ড হাউজহোল্ডে (NFSH) প্রকাশিত হয়েছে। প্রায় ৯ হাজার মার্কিন বিবাহিত মহিলা-পুরুষদের নিয়ে করা এই সমীক্ষায় দেখা যাচ্ছে,

যে বাড়িতে পুরুষরা ঘরের কাজ বেশি করেন তাঁরা বাকিদের তুলনায় খুবই কম সেক্স করে থাকেন। এর কারণ কী? মনোবিদদের মতে, সাধারণভাবে মহিলা এবং পুরুষদের মানসিকতায় নারী এবং পুরুষসুলভ কাজের একটি আলাদা তালিকা রয়ে গিয়েছে। ফলে পুরুষদের নারীসুলভ কাজ করতে দেখলে ধীরে ধীরে সেক্সের প্রতি খানিকটা বিরূপ প্রভাব জন্মায় স্ত্রীদের মধ্যে। অধ্যাপক শ্যারন স্যাসলার এবং অধ্যাপক জুলি ব্রাইন্স জানাচ্ছেন, গত দু’ দশকে এই ধারণা আরও বদ্ধমূল হয়েছে। একই সঙ্গে তাঁরা এও জানান, একই সংসারে যদি ওই পুরুষরা লন মোয়ার, কিংবা বাজি পোড়ানোর দিকে বেশি মনোযোগ দেন তবে নারী মনে তার প্রভাব অন্য রকম হয়ে থাকে।



মন্তব্য চালু নেই