যে কারনে কোহলিদের কোচ হতে চাননি দ্রাবিড়?

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। অনেক সাবেক ক্রিকেটাররা চেছেছিলেন তিনি ভারতীয় ক্রিকেটের দায়িত্ব গ্রহন করুক। কিন্তু দ্রাবিড় ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেননি। কোহলিদের কোচ হওয়ার জন্য ৫৭ জন আবেদন করেন কিন্তু যদি দ্রাবিড় রাজি হতেন তাহলে এত কাহিনির দরকার হতো না। খোদ বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর তাকে অনুরোধ করেছেন কিন্তু তবুও রাজি হয়নি ‘দ্যা ওয়াল’ থ্যাত দ্রাবিড়।
কিন্তু, কেন দ্রাবিড় কোচ হতে চাননি? এমন প্রশ্নের জবাবে অনুরাগ ঠাকুর বলেন, ‘‘রাহুল জুনিয়র দল নিয়ে কাজ করতে চায়। সিনিয়র দলকে কোচিং করাতে চায় না। ওর প্রচুর টাকার দরকারও নেই। রাহুল বলেছে, স্বল্পমেয়াদি অ্যাসাইনমেন্টই ওর পছন্দের। কারণ ঘর ছেড়ে বেশিদিন ও বাইরে পড়ে থাকতে পারবে না। এছাড়া ভারতে তরুণ প্রতিভাবানদের বের করে আনার লক্ষ্যেই কাজ করছেন দ্রাবিড়। এটা ভাল দিক।’’

বিরাট কোহলিদের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে দেখতে না পাওয়ার এটাই প্রধান কারণ।



মন্তব্য চালু নেই