যে কারণে মোটা হচ্ছে শিশুরা!

খেলার মাঠ নেই। খেলাধুলা নেই। নেই শরীরচর্চা। নেই বাবা-মার সঙ্গ। আছে শুধু স্কুল, ঘাড় গুঁজে পড়া, কম্পিউটার আর মোবাইল। যার ফলে মোটা হচ্ছে বাচ্চারা।

ভারতের ২৬টি রাজ্যের ৮৬টি শহর, ৩২৬টি স্কুল, ১ লক্ষ ৬৯ হাজার ৯৩২ জন পড়ুয়া, ৭ থেকে ১৭ বছরের মধ্যে বয়সের পড়ুয়াদের ওপর সমীক্ষা চালিয়েছিল এডু স্পোটর্স নামের একটি সংস্থা। তাদের সেভেনথ অ্যানুয়াল হেলথ ও ফিটনেস স্টাডি রিপোর্টে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ওজন ও উচ্চতার তুলনায় শরীরে অতিরিক্ত ফ্যাটের পরিমাণ কত? তা মাপা হয় বডি ম্যাচ ইনডেক্স বা বিএমআই এর সাহায্যে। ৭ থেকে ১৭ বছর বয়সী শিশুদের শরীরে আদর্শ বিএমআই রেঞ্জ হল ১৫ থেকে ২২। কিন্তু এডু স্পোটর্স এর সমীক্ষায় দেখা গেছে, ৭ থেকে ১৭ বছর বয়সী স্কুলছাত্রদের শরীরে ফ্যাটের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি। এমনটা চললে মহামারির আকার নেবে।

সূত্র: জিনিউজ



মন্তব্য চালু নেই