যে কারণে বিশ্বকাপের জার্সি ফিরিয়ে দিলেন মুশফিকরা

বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। প্রথম থেকেই বলা হচ্ছিলো এবারের জার্সিতে সুন্দরবনের কিছুটা আভা থাকবে। বাস্তবে সুন্দরবন না পাওয়া গেলেও সুন্দরবনের বাঘ কিন্তু ঠিকই পাওয়া গেছে। এতেই সবাই খুশী। কিন্তু বিপত্তি বাঁধলো অন্যখানে, মুশফিকরা জার্সি পরতে গিয়ে দেখলো বেশীরভাগই সঠিক মাপের নয়। তাই বাধ্য হয়ে জার্সি ফেরত দিলো টাইগাররা।

হ্যাঁ সত্যিই এমন ঘটনা ঘটেছে। তবে এবারই প্রথম নয়। একই ঘটনা ঘটেছিলো গত বছর টি-২০ বিশ্বকাপের সময়। সেবার ম্যাচে একদিন আগে জার্সি হাতে পায় দল। সেই একই প্রস্তুতকারক ট্যাক্স ওয়েভকেই ফের কেন জার্সি তৈরির কাজ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

শুধু মাপের ভুলই নয়, বরং এবারের জার্সির মানও ভয়াবহ। এগুলো যে শুধু ক্রিকেটাররাই বিপর্যস্ত তাই নয়, এ নিয়ে বোর্ডেও চলছে সমালোচনা।

এ বিষয়ে দলের ম্যানেজার খালেদ মাসুদ সুজন বলেন, ‘শুধু মাপেই নয়, জার্সির রঙেও সমস্যা রয়েছে।’
বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘ওরা(টেক্স অয়েভ) যে জার্সি সরবরাহ করেছে সেগুলোর একটিও সঠিক মাপের নয়। এরভিতর আবার অনেকগুলো রয়েছে যার রঙের মিশেলেও ক্রুটি রয়েছে।’

সাবেক এই অধিনায়ক আরো বলেন, ‘বিশ্বকাপের মতো এমন একটা টুর্নামেন্টকে সামনে রেখে এধরণের অব্যবস্থাপনা একেবারেই গ্রহণযোগ্য নয়।’

এদিকে মাশরাফি-মুশফিকদের জার্সি ফেরত দেওয়ার পর প্রস্তুতকারক সংস্থা টেক্স ওয়েভ জানিয়েছে, জানুয়ারির ২৮ তারিখের মধ্যেই নতুন জার্সি বিসিবির কাছে পৌঁছে দেবে তারা।



মন্তব্য চালু নেই