যে কারণে দেশে ফিরিয়ে আনা হল মেহেদি মারুফকে

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) দুর্দান্ত পারফর্ম করে টিম ম্যানেজমেন্টের নজরে এসেছিলেন মেহেদি মারুফ। তার ব্যাটিং দেখেই নির্বাচকরা অস্ট্রেলিয়ায় অনুশীলন ক্যাম্পে পাঠান এই ডান-হাতি ব্যাটসম্যানকে।

তবে প্রথম ওয়ানডের আগেই দেশে ফেরত পাঠানো হয়েছে মেহেদিকে। শেষ মুহূর্তে বাংলাদেশ দলের ক্যাম্পের জন্য অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে তাকে উড়িয়ে নেয়া হয়েছিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে।

নিউজিল্যান্ড সফরে তিনি চূড়ান্ত দলে সুযোগ পাবেন না সেটা আগেই বলা হয়েছিল।

তাই জাতীয় লীগে তাকে খেলার সুযোগ করে দিতে ফিরিয়ে আনা হয়েছে। ঢাকা মেট্রোর হয়ে জাতীয় লীগ খেলবেন মেহেদি।

শনিবার দেশে ফিরে মারুফ সোমবার যোগ দিয়েছেন ঢাকা মেট্রোর অনুশীলনে। মিরপুর একাডেমি মাঠের নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন তিনি।

মঙ্গলবার শুরু হচ্ছে পঞ্চম রাউন্ডের ম্যাচ। এই রাউন্ডে ঢাকা মেট্রোর প্রতিপক্ষ বরিশাল বিভাগ। এ ম্যাচেই দেখা যেতে পারে মেহেদিকে।

২৮ বছর বয়সী এ ক্রিকেটার ১৮টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। ৩২ ইনিংসে তার রান ৭৯৪। রয়েছে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি।

বিপিএলে ১৪ ইনিংসে ২৬.৬৯ গড়ে ৩৪৭ রান করেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৭৫ রান করা এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১৩৫.৫৪।

তিনশ’ রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে তার স্ট্রাইকরেটই সবচেয়ে বেশি।



মন্তব্য চালু নেই