যে কারণে ইউনুস নামেই ছেলেকে ডাকবেন হিন্দু দম্পতি

অসহিষ্ণুতার চাপান-উতোরে যখন ভেসে যাচ্ছে ভারত, তখন বন্যা-বিধ্বস্ত চেন্নাইয়ে ইতিহাস তৈরি করলেন এক হিন্দু দম্পতি। পরিত্রাতাকে সম্মান জানিয়ে সদ্যোজাতের মুসলিম নামকরণ করলেন তাঁরা। চিত্রা এবং মোহন থাকেন চেন্নাইয়ের উরাপক্কমে। সেদিন গলা অবধি জল চেন্নাইয়ের দক্ষিণের ওই এলাকা। হঠাৎই প্রসববেদনায় কাতর চিত্রা। স্ত্রী-কে নিয়ে কোথায় যাবেন, কী করবেন ভেবে কোনও কূলকিনারা পাচ্ছিলেন না মোহন। ঠিক এই সময়েই সেখানে এসে পড়েন ইউনুস। ইউনুস ও তাঁর বন্ধুরা উরাপক্কমের বাসিন্দাদের সাহায্যের উদ্দেশেই এসেছিলেন তিনি। ঠিক তখনই চিত্রার গলার আওয়াজ কানে আসে। দম্পতিকে জলমগ্ন অবস্থা থেকে উদ্ধার করে, ইউনুস তাঁদের পৌঁছে দেন হাসপাতালে।

এই ঘটনায় অভিভূত চিত্রা-মোহন। ঠিক সময়ে এসে না পড়লে হয়তো পৃথিবীর আলোই দেখতে পেত না ছোট্ট মানুষটি। তাই শুধু আন্তরিক ধন্যবাদে থেমে যেতে চাননি তাঁরা। তাই সদ্যোজাতের নাম রেখেছেন তাঁদের পরিত্রাতার নাম অনুসারে ইউনুস। এই সিদ্ধান্তের কথা ইউনুসকে জানিয়েছেন দম্পতি। অভিভূত ইউনুসও। খুব শীঘ্রই শিশুটিকে দেখতে যাবেন ইউনুস। এছাড়া সদ্যোজাতের পড়াশোনার সব খরচ বহন করবেন বলেও জানিয়েছেন তিনি।-এবেলা



মন্তব্য চালু নেই