যে কারণে আর কলেজে পড়া হয়নি কারিনার

লাইট, সেট ও ক্যামেরার আবহে বেড়ে উঠেছেন কারিনা কাপুর। তাই চলচ্চিত্রের প্রতি ভালো লাগা তার শৈশব থেকেই। এ কারণে প্রায়ই স্কুল পালিয়ে বড় বোন কারিশমা কাপুরের সেটে চলে যেতেন তিনি। বলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীরদের একজন কারিনা কাপুর খান। কিন্তু স্কুলের গণ্ডি পেরিয়ে আর কলেজে পড়া হয়ে ওঠেনি এ তারকার। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এর কারণ সম্পর্কে জানিয়েছেন এ আবেদনময়ী অভিনেত্রী।

খুব কম বয়সে থেকেই নায়িকা হওয়ার ভূত মাথায় চেপেছিল কারিনার। মাত্র ১৬ বছর বয়সে বলিউডে পা রাখেন এ অভিনেত্রী। আর এ কারণেই লেখাপড়ায় সময় দেওয়া হয়নি বলে জানিয়েছেন কারিনা। বিদ্যালয়ে মনে রাখার মতো কি শিক্ষা পেয়েছিলেন, এমন প্রশ্নের উত্তরে তিনি রসিকতার সুরে বলেন, ‘আমার কোনো শিক্ষাই নেই! কারণ স্কুল পালাতেই অভ্যস্ত ছিলাম।’

এ কথার পর জানতে চাওয়া হয়, স্কুল পালিয়ে কারিনা কোথায় যেতেন? ৩২ বছর বয়সী এই অভিনেত্রী জানান, বড় বোন কারিশমা কাপুরের কাছে গিয়ে তার অভিনয় দেখতেন।

এ সম্পর্কে কারিনা বলেন, ‘আমার বয়স যখন ১৬ তখন থেকেই সিনেমাকে ধ্যান-জ্ঞান হিসেবে নিয়েছিলাম। সচরাচর সে সময়টাতে সবাই কলেজ, আড্ডাসহ অন্যান্য সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমি সেগুলো করার সুযোগ পায়নি। অবশ্য এখন আমি কিছু কাজ করি যেটি আমি খুব উপভোগ করি। আমি ঘুরতে যায়, পড়াশোনা করি এবং মাঝে মাঝে ভ্রমণ করতে যাই যে কাজগুলো আগে করতে পারিনি তা পুষিয়ে নিতে চেষ্টা করছি।’

তিনি আরো বলেন, ‘আমি বৈচিত্রপূর্ণ কাজ করার চেষ্টা করছি। নির্দিষ্ট একটি পর্যায়ে আসতে পেরে আমি বেশ খুশি। ইন্ডাস্ট্রিতে আমার পথ চলা এখনো অনেক সুখের, এতে আমি ভীষণ আনন্দিত।’

কারিনা পড়া-লেখা করেছেন দেরাদুনের ওয়েলহ্যামস বালিকা বিদ্যালয়ে ও মুম্বাইয়ের জামনাবাই নার্সি বিদ্যালয়ে। ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। গত ১৫ বছরে প্রায় ৪০টিও বেশি ছবিতে দেখা গেছে এই গুনি তারকাকে।

উল্লেখ্য: কারিনা কাপুর খান মুম্বাইতে জন্মগ্রহণ করেন। পরিবারিকভাবে তাকে বেবো নামে ডাকা হয়। তার নাম অ্যানা কারেনিনা বই থেকে নেয়া হয়। বাবার দিক থেকে কারিনা পাঞ্জাবী। আর মায়ের দিক থেকে সিন্ধি তিনি। ছোটবেলায় কারিনা পারিবারিক কারনে হিন্দু ও খ্রিস্টান দুই ধর্মের আবহে বেড়ে উঠেন। তিনি অভিনেতা রনধির কাপুর ও ববিতার কন্যা এবং অভিনেত্রী কারিশমা কাপুর এর ছোট বোন। প্রায়ই তাকে ঘরোয়াভাবে বেবো বলা হয়, তিনি বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিত।



মন্তব্য চালু নেই