যে অনন্য রেকর্ড থেকে বঞ্চিত হলেন ডি ভিলিয়ার্স

টেস্ট ক্রিকেটের ১৩৮ বছরের ইতিহাসে অনেকেই সেঞ্চুরি করেছেন। তবে একটা জায়গায় কেউ-ই সেঞ্চুরি করতে পারেনি। সেটা হল অভিষেকের পর থেকে টানা ১০০টি টেস্ট ম্যাচ খেলার ক্ষেত্রে। দক্ষিণ আফ্রিকার নিয়মিত টেস্ট অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের সামনে সুযোগ ছিল সেই অনন্য রেকর্ড গড়ার। কিন্তু বাংলাদেশের বিপক্ষের টেস্ট সিরিজে তিনি না থাকায় সেটি আর হয়নি।

২০০৪ সালে টেস্টে তার অভিষেক হয়। এরপর থেকে আর কখনোই তাকে ছাড়া টেস্ট খেলতে মাঠে নামেনি দক্ষিণ আফ্রিকা। অভিষেকের পর থেকে টানা ৯৮টি টেস্ট খেলেছেন মারকুটে এই ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে দুটি টেস্ট খেললেই অভিষেকের পর টানা ১০০ টেস্ট খেলার অনন্য কীর্তি গড়তে পারতেন তিনি।

শিগগিরই সন্তান প্রসব করবেন ডি ভিলিয়ার্সের স্ত্রী। এ সময় স্ত্রীর পাশে থাকতেই এবি ডি ভিলিয়ার্স টেস্ট না খেলেই দেশে ফিরে যান। আর বঞ্চিত হন অনন্য এক রেকর্ড গড়ার সুযোগ থেকে। তার কাছে যে রেকর্ডের চেয়ে প্রথম সন্তানের মুখ দেখাটা বেশি গুরুত্বপূর্ণ। বেশি আনন্দের।



মন্তব্য চালু নেই