যেভাবে ধ্বংস হবে ৪০ কোটি প্যাকেট ম্যাগি

ভারতের বাজার থেকে তুলে নেওয়া নেসলে কোম্পানির ম্যাগি নুডলস ধ্বংস করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইট পোড়ানোর ভাটার মতো পাঁচটি স্থান তৈরি করা হয়েছে। ম্যাগির প্যাকেটের স্তূপে জ্বালানি তেল ঢেলে তা ওইসব স্থানে ফেলে তাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হবে।

নেসলের বরাত দিয়ে বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।

বাজার থেকে তুলে নেওয়া এবং গুদামে থাকা ৪০ কোটি প্যাকেট ম্যাগি পুড়িয়ে ধ্বংস করা হবে।

ভারতের পরীক্ষাগারে ম্যাগিতে ক্ষতিকর সিসা শনাক্ত হওয়ার পর এবং কয়েকটি রাজ্যে ম্যাগি বিক্রি ও বাজারজাত নিষিদ্ধ হওয়ার পর বাজার থেকে নুডলস তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় নেসলে। তবে ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, ম্যাগির মান নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে নেসলে।

নেসলে জানিয়েছে, ৪০ কোটি প্যাকেট নুডলস ধ্বংস করতে ৪০ দিনের মতো সময় লাগতে পারে। এই পরিমাণ ম্যাগির ওজন প্রায় ২৭ হাজার ৪২০ টন। একসঙ্গে এত বেশি পরিমাণে খাদ্যপণ্য ধ্বংস করার ঘটনা শুধু নেসলের জন্য নয়, সারা বিশ্বেই প্রথম।



মন্তব্য চালু নেই