যেখানে দাস প্রথা এখনো বৈধ

বিশ্বের কোনো দেশেই এখন আর দাস প্রথার প্রচলন নেই। বেশ কিছু আন্তর্জাতিক চুক্তি ও সনদের মাধ্যমে এই প্রথাটির অবসান ঘটনো হয়। তবে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে এখনো চালু রয়েছে মানবতার জন্য অমর্যাদর এই পেশাটি।

২০১০ সালে দেশটির স্থানীয় দৈনিক আল মাসদারের একটি প্রতিবেদনে বলা হয়, দেশটিতে দাস প্রথা তো চালু রয়েছেই। তা কমার বদলে উল্টো আরো বাড়ছে। পত্রিকাটি পাঁচশো জন দাসের জীবনের ওপর আলাদা একটি প্রতিবেদনও প্রকাশ করে।

বিষয়টি নিয়ে গভীর অনুসন্ধান করে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসে। তার মধ্যে অন্যতম হলো, দেশটির উচ্চ পর্যায়ের কর্তাব্যক্তিসহ রাজনীতিক ও প্রভাবশালী মহলও এর সঙ্গে জড়িত রয়েছে। এমনকি দাস বিনিময়ের বিষয়টিও দেখাশোনা করে দেশটির বিচার বিভাগ।



মন্তব্য চালু নেই