যেখানে অপরাজেয় ব্রাজিল

গেল শনিবার বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে হারিয়ে দারুণ ফুরফুরে ও চনমনে মেজাজে আছে ব্রাজিল।

তবে মঙ্গলবার ‘জিলেট ব্রাসিল গ্লোবাল ট্যুরে’ সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে মাঠে নামার আগে আরেকটি তথ্য নেইমার-অস্কার-উইলিয়ানদের আরো তাতিয়ে দেবে। কী সেটা? সেটা হলো এশিয়ান দল জাপানের বিপক্ষে কখনোই হারেনি ‘দ্য সাম্বা কিং’রা।

ব্লু সামুরাইদের বিপক্ষে এখন পর্যন্ত ১০ ম্যাচে মুখোমুখি হয়ে আটটিতে জিতেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। যখন জাপানের জালে ২৭ বার বল জড়ানোর বিপরীতে চারটি গোল হজম করতে হয়েছে সেলেসাওদের।

দু দলের আগের দশ সাক্ষাত:
ব্রাজিল ১:০ জাপান (১৯৮৯)- রিও ডি জেনিরো
ব্রাজিল ৩:০ জাপান (১৯৯৫)- লিভারপুল
জাপান ১:৫ ব্রাজিল (১৯৯৫)- টোকিও
জাপান ০:৩ ব্রাজিল (১৯৯৭)- ওসাকা
জাপান ০:২ ব্রাজিল (১৯৯৯)- টোকিও
জাপান ০:০ ব্রাজিল (২০০১) কাসিমা
জাপান ২:২ ব্রাজিল (২০০৫)- কোলন
জাপান ১:৪ ব্রাজিল (২০০৬)- ডর্টমুন্ড
জাপান ০:৪ ব্রাজিল (২০১২)– পোলান
ব্রাজিল ৩:০ জাপান (২০১৩)- ব্রাসিলিয়া



মন্তব্য চালু নেই