যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে হাতাহাতি, ছিড়ে ফেললো ওড়না

যুব মহিলা লীগের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রীর ইফতারের দাওয়াত কার্ড নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার বেলা সাড়ে তিনটার দিকে ধানমণ্ডি ৩২ নাম্বারে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহিলা যুবলীগের সভাপতি নামজমা রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের পরপরই সেখানে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল উপস্থিত হলে কর্মীরা তাকে ঘিরে ধরে। তার কাছ থেকে প্রধানমন্ত্রীর ইফতারের দাওয়াত কার্ড নেয়ার জন্য মহিলা লীগ কর্মীদের জটলা পেকে যায়। এসময় কার্ড নিয়ে ধানমণ্ডির নেত্রী লায়লা বেগম ও অপর এক কর্মীর মধ্যে হাতাহাতি শুরু হয়। ধামমণ্ডি থেকে আসা ওই কর্মীর লায়লা বেগমের উড়না ধরে টান দিলে উড়না ছিঁড়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে লায়লা বেগম ওই কর্মীকে মারধর করেন। অবস্থা বেগতিক দেখে ওই কর্মী দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

এ সময় অপু উকিল নিরব দর্শক হিসেবে ছিলেন বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

বঙ্গবন্ধুর প্রতিৃকতিতে পুষ্পার্পণের সময় উপস্থিত ছিলেন, যুব মহিলা লীগ ঢাকা মহানাগর উত্তরের সভাপতি পারভিন খায়ের, সাধারণ সম্পাদক সাবিনা আক্তার তুহিন, মহানগর দক্ষিণের সভাপতি শারমিন ওয়াদুদ লিপা, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা বেগম রত্না প্রমুখ।



মন্তব্য চালু নেই