যুবলীগের সমাবেশে হাতি-ঘোড়া

বর্ণাঢ্য আয়োজের মধ্য দিয়ে ধীরে ধীরে জমে উঠছে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী সমাবেশ।

যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও শ্লোগান নিয়ে দলে সমাবেশে আসছেন।
মোহাম্মদপুর থানার যুবলীগ নেতা-কর্মীরা হাতি ও ঘোড়া নিয়ে রাজকীয় কায়দায় সমাবেশস্থলে এসেছেন। এ ছাড়া আশেপাশের বিভিন্ন জেলা থেকে শোভযাত্রা নিয়ে এসেছেন অসংখ্য নেতা-কর্মী।

শোভাযাত্রা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির ছবি সম্বলিত ফেস্টুন নিয়ে ঢোল বাজিয়ে রঙ বেরঙের পোশাক পড়ে সমাবেশে এসেছেন অনেকেই। সমাবেশস্থলের পাশের টিএসসি, রমনা, শাহবাগে মানুষের ঢল নেমেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথগুলোতে দেখা যায় নেতা-কর্মীদের দীর্ঘ সারি। এ সময় তাদের বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ এবং সাবেক যুবলীগ চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ বর্তমান  ও প্রাক্তন নেতারা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭২ সালের ১১ নভেম্বর এ সংগঠন প্রতিষ্ঠা করেন শেখ ফজলুল হক মণি। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন তিনি। এর সাধারণ সম্পাদক ছিলেন নূরে আলম সিদ্দিকী।



মন্তব্য চালু নেই