যুদ্ধাপরাধে সাবেক সেনাকর্মকর্তা কারাগারে

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক কুমিল্লার দাউদকান্দি উপজেলার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহিদুল্লাহকে (৭২) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামির বিরুদ্ধে আগামী ১৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।

এসময় আসামিকে ট্রাইব্যুনালে আসামিকে ডকে উপস্থিত করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা চেয়ে একটি আবেদনের শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম আযাদ।

পরে আবেদনের শুনানি শেষ হলে ট্রাইব্যুনাল আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করে দেন।

এর আগে গতকাল ২ আগস্ট ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রাত ১টার দিকে কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি থানা পুলিশ।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহিদুল্লাহর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে। তদন্ত শেষে আরো বেশ কিছু অভিযোগ বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন মামলার প্রসিকিউটর আবুল কালাম আযাদ।



মন্তব্য চালু নেই