যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে মো. মিজানুর রহমান রাসেল (৩৩) নামে এক প্রবাসী বাংলাদেশি ডাকাতের গুলিতে নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৩টায় তিনি কর্মস্থল লস অ্যাঞ্জেলসের ভারমন্ড অ্যান্ড লসফেলিস সড়কের গ্যাস স্টেশনে গুলিবিদ্ধ হন।

নিহত মিজানুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের চৌধুরী পাড়ায়। ওই গ্যাস স্টেশনে কাজ করার পাশাপাশি এমবিএ পড়ছিলেন তিনি।

হত্যাকাণ্ডের পর এক দিন পেরিয়ে গেলেও ঘাতককে শনাক্ত করতে পারেনি লস অ্যাঞ্জেলেসের পুলিশ।

মিজান শেভরন কোম্পানির ওই গ্যাসফিল্ডে ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন।

ডাকাতরা এসময় ক্যাশে রক্ষিত টাকা-পয়সা লুট করে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার ব্রিগেডের লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে প্রবাসী বাংলাদেশিদের অনেকে মিজানের অক্সফোর্ড রোডের ভাড়াবাসায় ছুটে যান।

লস অ্যাঞ্জেলেস সিটির বাংলাদেশি কমিউনিটি লিডার মোমিনুল হক বাচ্চু জানান, চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ করার পর এমবিএ পড়ার জন্য ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে আসেন মিজানুর রহমান।

তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

প্রবাসী বাংলাদেশিরা বুধবার লস অ্যাঞ্জেলেসের ওই গ্যাস স্টেশনের সামনে জড়ো হয়ে মিজানের ঘাতককে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
লস অ্যাঞ্জেলস পুলিশের ডিটেকটিভ শাখা হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। এক সপ্তাহের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবে।



মন্তব্য চালু নেই