যুক্তরাষ্ট্রে তুষারপাতের নতুন রেকর্ড

শনিবার ভয়াবহ তুষারঝড়ের আঘাতে অচল হয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র। দেশটির কিছু কিছু এলাকায় তুষারপাতের নতুন রেকর্ডও তৈরি হয়েছে।
শনিবার সবচেয়ে বেশি তুষারপাত হয়েছিল ওয়েস্ট ভার্জেনিয়া অঙ্গরাজ্যের ছোট্ট শহর গ্লেনগ্যারিতে। রাজধানী ওয়াশিংটন থেকে প্রায় ৮৫ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত ওই শহরটিতে ৪২ ইঞ্চি (সাড়ে ৩ ফুট) বরফ পড়েছিল।

এছাড়া নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১ ইঞ্চি, বাল্টিমোর/ ওয়াশিংটন আন্তর্জাতিক থারগুড মার্শাল বিমানবন্দরে ২৯.২ ইঞ্চি, ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ ইঞ্চি, নিই জার্সি অঙ্গরাজ্যে নিউয়ার্ক শহরে ২৮ ইঞ্চি, নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ২৬.৮ ইঞ্চি ও ফিলাডেলফিয়ায় ২২ ইঞ্চি পুরু বরফ জমেছিল।

শনিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে যে তুষারঝড়টি আঘাত হেনেছিল বাতাসে সেটির গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার।



মন্তব্য চালু নেই