যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেল চীন

ধনী মানুষের সংখ্যার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। চীনে নতুন উত্থান হওয়া ২৪২ জন বিলিয়নিয়ার পূর্বের হিসেবকে ছাড়িয়ে চীনকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে বলে ঘোষণা করেছে দেশটির হুরুন প্রতিবেদন সংস্থা।

ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বিলিয়নিয়ারের সংখ্যা ৫৩৭ জন কিন্তু চীনে নতুন যোগ হওয়া বিলিয়নিয়ারসহ মোট বিলিয়নিয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৬ জনে। যা যুক্তরাষ্ট্র থেকে ৫৯ জন বেশি।

চীনের অর্থনীতির নিম্নগতি সত্যেও এ হিসেবে চীনা বিলিয়নিয়াররা তাদের দেশকে প্রথম স্থানে তুলে ধরতে সক্ষম হয়েছেন যা বিগত চীনের ইতিহাসে আর নেই বলে দাবি করেছেন হুরুন প্রতিবেদনের প্রধান রুপার্ট হুগার্ফ।

অনুসন্ধানে বেড়িয়ে আসে, চীনের অর্থনৈতিক কাঠামোর মুলে রয়েছে তথ্য প্রযুক্তি, আবাসন এবং যান্ত্রিক প্রযুক্তি। গত ২০১৪ এর এক জড়িপে বিখ্যাত আলিবাবা কোম্পানীর স্বতাধিকারী পরিবার, মা উন পরিবার ২৫,০০০ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে চীনের বর্তমান বিলিয়নিয়ারদের মধ্যে সামনের সারির প্রথমেই ছিলেন। ২৪,২০০ মিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক ওয়াং জিংলিন ছিলেন তার ঠিক পরেই। বিলিয়নিয়ারদের ২০১৫ তালিকা খু শিগগিরিই প্রকাশ করার কথা রয়েছে।



মন্তব্য চালু নেই