যারা বলছে হচ্ছে না তারা ‘স্টুপিড’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পদ্মাসেতুর ব্যাপারে যারা বলছে কোনো কাজ হচ্ছে না তারা স্টুপিড।

সোমবার অর্থমন্ত্রণালয়ে ব্রিটিশ পার্লামেন্টের আন্ডার সেক্রেটারি লিন ফিদাস্টোনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

মন্ত্রী জানান, পদ্মাসেতুর সব মালপত্র এসে গেছে। তবে নদী পথ হওয়ায় এখনো সব মালামাল আসতে পারেনি। সব একত্রিত হলে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করা হবে।

এসময় তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘‘অনেকে বলছে এ নিয়ে নাকি কোন কাজ হচ্ছে না। পদ্মাসেতুর ব্যাপারে যারা বলছে কোনো কাজ হচ্ছে না- ‘দে আর স্টুপিড’।’’

কেন এমন কথা বলছে কিছু হবে না? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে বলে এসব  হলো স্বপ্ন, কিচ্ছু হবে না। তাদের মুখে ছাই দিয়ে সব হয়েছে। কেন যেন এ জাতি স্বপ্ন দেখতে জানে না। যদিও ব্যক্তিগতভাবে স্বপ্ন দেখে। তারপরেও বলে এই, এটা হবে না, এই, ওটা হবে না, এটা উচ্চবিলাসী ইত্যাদি।’

এসময় চীনের উদ্যোগে প্রস্তাবিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) সদস্য হওয়ার প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এটি আমরা করেছি, বিশ্বব্যাংকের আদলে এটি তৈরি হয়েছে। আঞ্চলিক সহায়তা এটি গুরুত্ব রাখবে। তবে এ ব্যাংক বিশ্বব্যাংক বা আইএমএফ এর সঙ্গে প্রতিযোগতায় আসবে বলে মনে হয় না।’



মন্তব্য চালু নেই