‘যারা দেশ বিক্রির কথা বলে, তারা অর্বাচীন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই ভারত সফর নিয়ে অনেকে অনেক কথা বললো! অনেকে বলেছে দেশ বিক্রি হয়ে যাচ্ছে। যারা এসব বলে তারা অর্বাচীন।

ভারত সফরের শেষ দিনে নয়াদিল্লীতে ভারত-বাংলাদেশ বিজনেস ফোরামের এক অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, আমার সঙ্গে দেশের বেশ কিছু ব্যবসায়ীরা এসেছেন। আমি চেয়েছি তারা আসুক। নিজেদের অবস্থান এখানে তুলে ধরুক। আপনারাই বলবেন আমরা কতটা দিয়ে গেলাম আর কতটা নিয়ে গেলাম।

প্রধানমন্ত্রী যোগ করেন, ভারত-বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে সেটা কখনো নষ্ট হবার নয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে অনেক সমস্যার সমাধান হয়, ঝগড়া দিয়ে হয় না। দেশের বাজার উন্নত করার জন্য দেশের মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করা দরকার। শুধু বাইরের বাজারের দিকে নজর রাখলে হবে না।

চার দিনের ভারত সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে দু ’দেশের মধ্যে ৩৬ টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।



মন্তব্য চালু নেই