যানজট নিয়ন্ত্রণে অগ্রগতি হয়নি : মন্ত্রীর স্বীকারোক্তি

রাজধানী ঢাকার ক্রমবর্ধমান যানজটকে ‘অসহনীয় ও উদ্বেগনজক’ পর্যায়ের উল্লেখ করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের স্বীকার করেছেন যে, যানজট নিয়ন্ত্রণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বারবার চেষ্টা করে, বৈঠক করেও কোনো অগ্রগতি হয়নি।

যানজটকে জাতীয় সমস্যা হিসেবে আখ্যায়িত করে মন্ত্রী বলেন, ‘ঢাকায় যানজট এখন অসহনীয় পর্যায়ে দেখা দিয়েছে।’

বুধবার দুপুরে গুলিস্তানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন মন্ত্রী।

জনসচেতনতা বাড়াতে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বিভিন্ন স্টিকার লাগানো হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘ধীরে ধীরে কাজটি সারাদেশে করা হবে।’

নিরাপদ সড়কের জন্য আন্দোলনে সমাজের উচ্চপর্যায় থেকে শুরু সব স্তরের লোকেদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

ফুটপাত দখলমুক্ত করতে রোজার আগেই অভিযান চালানো হবে বলেও জানান মন্ত্রী।

মোটরসাইকেল চালকদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালান।’

নিরাপদ সড়কের লক্ষ্যে আগামী ২৮ তারিখে চট্টগ্রামে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, বিআরটিএর চেয়ারম্যান মশিউর রহমান, পরিচালক এনফোর্সমেন্ট মতিয়ার রহমান, সহকারী পরিচালস আব্দুস সাত্তার, নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি ইলিয়াস কাঞ্চন ও নাট্যাভিনেতা শিমুল।



মন্তব্য চালু নেই