যাত্রীর সঙ্গে কথা বলতে বলতে বাস গেল খাদে

মাদারীপুরের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে মঙ্গলবার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে যায়। এতে ১০ জন আহত হয়। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ২টার দিক বিসমিল্লাহ পরিবহনের (পাবনা ব-৩২২) একটি বাসের চালক পাশে নারী যাত্রীদের সঙ্গে অনবরত কথা বলছিলেন। এ ছাড়াও চালক বাস চালানোর সময় মুঠোফোনে কথা বলছিলেন। এসব কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

আলম নামের এক বাসযাত্রী বলেন, নারীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ অন্য একটা গাড়ি মুখোমুখি চলে আসে। চালক বাসটি বাঁ দিকে নিয়ে যায়। এরপরেই বাসটি দুটি পল্টি খেয়ে খাদে পড়ে যায়।

বাসের আরেক যাত্রী আলী আকবর চালকের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ড্রাইভার যদি সাইডে বসে নারীদের সঙ্গে কথা বলে তাহলে এমন অ্যাক্সিডেন্ট তো হতেই পারে।’

দুর্ঘটনার ব্যাপারে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মনিরুজ্জামান ফকির জানান, এ ঘটনায় কেউ নিহত হয়নি। তবে একাধিক লোক আহত হয়েছে। ঘটনাটি শুনে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তাৎপরতা চালিয়েছে।



মন্তব্য চালু নেই