যশোরে সাংবাদিকের প্রাইভেট কার চুরি

সাংবাদিক ইউনিয়ন যশোর কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম মিলনের প্রাইভেট কার যার নাম্বার (যশোর খ-১১-০০৭৯)  শহরের ঘোপ এলাকার আকবরের গ্যারেজ থেকে চুরি হয়েছে। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় অভিযোগ হয়েছে।
শহিদুল ইসলাম মিলন জানায় বৃহস্পতিবার রাতে চোরেরা গ্যারেজের তালা ভাঙ্গা তার প্রাইভেট কারটি চুরি করে সটকে পড়ে।

 

যশোরে দুই সন্ত্রাসী আটক ছয়টি ককটেল উদ্ধার
যশোর কোতয়ালি থানা  পুলিশ শহরে অভিযান চালায়। এ সময় দুই সন্ত্রাসীকে আটক করে। এ সময় ৬টি ককটেল উদ্ধার করেছে। আটককৃতরা হচ্ছে যশোর শহরের খোলাডাঙ্গা হ্যাচারী পাড়ার আজগার আলীর পুত্র রবিউল ইসলাম  ওরফে বস্তা বিল্লাল ও শহরের ষ্টেডিয়ামপাড়ার আব্দুল হকের পুত্র মামুন।
শুক্রবার ভোর রাতে যশোর কোতয়ালি থানার এসআই শোয়েব উদ্দিন আহমেদ খোলাডাঙ্গা হ্যাচারী পাড়ায় অভিযান চালায়। এ সময় শহরের চিহ্নিত সন্ত্রাসী রবিউল ইসলাম ওরফে বস্তা বিল্লাল ও মামুনকে আটক করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক খোলাডাঙ্গা হ্যাচারী পাড়া বাঁশ বাগান থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় কোতয়ালি থানার এসআই শোয়েব উদ্দিন আহমেদ বাদি হয়ে মামলা করেছে। পুলিশ জানায় আটককৃকরা
নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর জন্যে ওই এলাকায় অবস্থান করছিল। সন্ত্রাসী মামুনের বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

যশোরে ছুরিকাঘাতে দুই যুবক আহত
যশোর শহরের কুইন্স হাসাপাতালের সামনে সন্ত্রাসীরা দুই যুবকে ছুরিকাঘাত করে। এ সময় ওই এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতরা হচ্ছে যশোর শহরের শংকরপুর এলাকার শাহাদৎ হোসেন ও একই এলাকার কালু।
স্থানীয়রা জানায় শুক্রবার সকালে শাহাদৎ হোসেন ও কালু কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে রিকশা যোগে বাড়ি ফিরছিল। তারা কুইন্স হাসপাতালের সামনে পৌছালে অজ্ঞাত ৪/৫জন সন্ত্রাসী রিকশা থামিয়ে তাদেরকে ছুরিকাঘাত করে। পুলিশ জানায় পূর্ব শত্র“তার কারনে এ ঘটনা ঘটতে পারে।

যশোরে গৃহবধু পাচারের অভিযোগে মামলা
যশোর অফিস: স্ত্রী নাজমা খাতুনকে ভারতে পাচারের অভিযোগে স্বামী রাশেদ মোল্যাকে আসামি করে নাজমার ভাই বাদি হয়ে যশোর কোতয়ালি থানায় মামলা করেছে। সে ঢাকা আশুলিয়ার কবির পুর গ্রামের মৃত শফি উদ্দিন মোল্যার পুত্র। আশুলিয়া গার্মেন্টেসে চাকুরীর সুবাদে নাজমা খাতুন সাথে পরিচয় হয় রাশেদ মোল্যার। এ সুত্র ধরে প্রেমজ সম্পর্ক এক পর্যায়  তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। প্রতারক রাশেদ মোল্যা পরিকল্পিত ভাবে তার স্ত্রীকে ভারতে পাচার করার উদ্দেশ্যে বিয়ে করেছিল। এ ঘটনা স্ত্রী আচ করতে পেরে কৌশলে ঢাকা থেকে বাড়িতে চলে আসে। এ ঘটনায় নাজমার ভাই বাদি হয়ে যশোর আদালতে অভিযোগ দাখিল করে। আদালতের নির্দেশের ভিত্তিতে যশোর কোতয়ালি থানায় মামলা রের্কড করেছে।



মন্তব্য চালু নেই