যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

যশোরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার রহমতপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কে ডাকাত দলের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধের’ ওই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ওই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক আবুল খায়ের বলেন, ডাকাতরা সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে রহমতপুরে গিয়ে তারা সড়কের ওপর গাছের গুঁড়ি দেখতে পান।

উপ-পরিদর্শক আবুল খায়ের দাবি করেন, পুলিশের গাড়ি দেখে ডাকাতরা গুলি ছুড়তে শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলিতে এক ডাকাত লুটিয়ে পড়ে এবং অন্যরা পালিয়ে যায়।

গুলিবিদ্ধ ডাকাতকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি দা, গাছ কাটার করাত ও কিছু দড়ি উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধের ঘটনায় আহত ডিবি পুলিশের সদস্যরা হলেন- এসআই তোফায়েল আহমেদ, কনস্টেবল সিরাজুল ইসলাম ও রাসেল। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই