যশোরের কিছু খবর :

যশোরে জামায়াতে এক নেতা আটক

শনিবার গভীর রাতে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ইউনুস আলী নামে এক জামায়াত নেতাকে আটক করে। সে যশোর সদর উপজেলা জিরাট গ্রামের মৃত ছাদেক মোল্যার পুত্র।
পুলিশ জানায় ইউনুস আলী সম্প্রতি রুপদিয়া এলাকায় হরতালের সমর্থনে যানবাহন ভাংচুর ও নাশকতা মূলক কর্মকান্ডর সাথে জড়িত। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।

যশোরে ফেনসিডিলসহ
এক বিক্রেতা আটক
শনিবার রাতে যশোর কোতয়ালি থানা পুলিশ শহরের চাঁচড়া চেকপোষ্ট এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৫ বোতল ফেনসিডিলসহ জসিমকে আটক করেছে। সে যশোর শহরের পূর্ব বারান্দী পাড়ার সিরাজের পুত্র।
কোতয়ালি থানার এসআই শোয়েব উদ্দিন আহমেদ শহরের চাঁচড়া চেকপোষ্ট ইজিবাইক স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রেতা জসিমকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।

যশোরে ছাত্রী উত্যক্ত করার
ঘটনায় এক যুবক আটক
যশোরে এক স্কুল ছাত্রী পাপিয়া খাতুকে উত্যক্ত করার অপরাধে আরিফুল ইসলাম ওরফে তারেক  নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। সে যশোর সদর উপজেলা ঘোড়াগাছা শ্রীপর্দ্দী গ্রামের জালাল বিশ্বাসের পুত্র।
পুলিশ জানায় যশোর সদরের ঘোড়াগাছা এলাকার আমিনুর রহমানের কন্যা পাপিয়া খাতুন রুপদিয়া ওয়েল ফেয়ার একাডেমীতে ১০ শ্রেনীর ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে বখাটে আরিফুল তাকে উত্যক্ত করতো। শনিবার দুপুরে পাপিয়া খাতুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলাম প্রথমে বিয়ের প্রস—াব দেয়। এ সুত্র ধরে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায় আরিফুল তাকে জাপটে ধরে শ্লীনতাহানী ঘটায়। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

যশোরে অগ্নিদদ্ধ
মুরাদের মৃত্যু
যশোরে ২০ দলীয় জোটের ডাকা অবরোধে চলাকালিন সময় আগুনে দগ্ধ হয় বাস হেলপার মুরাদ। সে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামের তোরাব মোল্যার পুত্র। তার অবস্থা আংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। রবিবার সকাল ৮টা ২০মিনিটে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় হেলপার মুরাদ মৃত্যু হয়।
উল্লেখ্য গত ৬ জানুয়ারি শেষ রাতে যশোর শহরতলী উপশহর খাজুরা বাস স্ট্যান্ড এলাকায় দু’টি বাসে আগুন দেয়া হয়। এ সময় হেলপার মুরাদ আগুনে দগ্ধ হয়। উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। ওই হাসপাতালে মুরাদ মৃত্যু হয়।
বাংলাদেশ পরিবহণ সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু জানান রবিবার সকাল ৮টা ২০মিনিটে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় হেলপার মুরাদের মৃত্যু হয়েছে।



মন্তব্য চালু নেই